Hot Posts

6/recent/ticker-posts

এক শহুরে রাতের কথা

এক শহুরে রাতের কথা
স্বপ্নীল মিহান

যান্ত্রিক শহরে যত থামে কোলাহল
নিশ্চুপ মন আঁকছে তার ব্যস্ত ছবি।
শহরের ফাঁদে আটকে থেকে আমি
জানালার গ্রিলে দেখছি ভোরের রবি।
হাতে নিয়ে সেই পুরনো গানের খাতা
গিটারের তারে তুলে, পুরনো কিছু সুর।
চোখের কোনে ঘুম নেই কোন যেন,
তোমায় পাবার নয়তো আর বেশি দূর।

ঘুমিয়ে পড়া পাখিদের মাঝেও
জেগে থাকে নাম না জানা সে পাখি।
একটু রাত হলেই চলে আসে উড়ে,
জানালার গ্রিলে করে ডাকাডাকি।
ঘুম চোখে, গিটারে তবু থামেনি ত সুর
তাকিয়ে দেখি লালচে আকাশে তখন
মেঘ-রোদে, চলে বিজলীর ভাংচুর।

ল্যাম্পপোস্ট টা দাড়িয়ে আছে তাই
আধার ছুয়ে নি, শহরের এ গলি।
আলো নিভিয়ে জোনাক এলে কিছু
স্বপ্ন ভেবে, হয়তো যাব সবই ভুলি।
কৃত্রিম এই দেখানো কিছু কথায়, আর
গাইব না আমি তুলে গিটারে সুর
তোমায় পেয়ে হাতটি ধরে তখন, ঠিকই
যাব ছেড়ে যান্ত্রিক শহর, যাব বহুদূর ........ 


How many visitors visit today
counter for blog
Reactions

Post a Comment

0 Comments

Translate