Hot Posts

6/recent/ticker-posts

Low Light Photography..........

 নিষিদ্ধ নগরী
- অনুপম মণ্ডল
সুবিশাল পৃথিবীতে আমার অস্তিত্ব খুজে
পাবে নাক তুমি,
যদি চাও আমাকে, আস্তে হবে তোমাকে দূরে
এই নিষিদ্ধ নগরী।

যেখানে দোপায়ী "বাবুরা" দিনের আলোতে
আসতে ভীত।
রাতের চাঁদনী আলো যেখানে করছে মনকাড়া
আলোকিত।

ঘুমন্ত পৃথিবীর রসিক নাগররা জেগে ওঠে
মদিরার নেশায়--
ছিপকালো অন্ধকারের নীচে হারায়ে যায়,
আমার লালোসায়--
দশ আঙুলের কর্মব্যস্ততায়, জেগে ওঠে
স্বপ্ন নগরীর প্রকোষ্ঠ।
দেহতে দেহ রেখে, সজরে চেপে ধরে,
আমার চার ওষ্ঠ!


ক্ষণকালের অগ্নিসম উত্তেজনা, করে
কতো নানারকম বায়না।
আমায় নাকি কিনে দেবে তারা সুন্দর সুন্দর
হীরখচিত গয়না!
যদি আমি ওদের কথামতো কাজ করে যাই,
না করি কোন মানা!

আমি জানি, কখনো পাবো না ওদের ভালবাশা,
এ শুধু ছলনা।
রাতের টানে ওরা একটি জিনিস খুজতে আসে,
খুজে পায় আমার দেহ।
রাতের নেশা কেটে গেলে, চলে মন্থর গতিতে
হেলে দুলে নিজ গৃহে।

বয়সের ভারে শরীরটা নেতিয়ে পরেছে ধীরে,
চামড়ায় কালছিটা
আর আমার নেইতো বাসনা, চাইনা হতে
মেরী কংবা অহল্যা।

একটি চাওয়া, শেষবেলা মেলে যেন
বৈকুণ্ঠে যাবার ভ্যালা।
এই জীবনে কি পেলাম, পরজন্মে পাইনা যেন
মানুষের অবহেলা!
অট্টলিকা জুটুকবা না জুটুক কোন দুঃখ নাই,
শান্তির কুটীরটুকু যেন পাই!! 


How many visitors visit today

counter for blog
Reactions

Post a Comment

0 Comments

Translate